একদিন ছেড়ে যায় সব


গোধূলির আজান ছেড়ে যায়,
সন্ধ্যার মেঘের আড়ালে ছুটন্ত চাঁদ, প্রদীপের আলো, শাঁখের আওয়াজ, লোডশেডিং


কিছু মানুষ চলে যায়, শৈশব চলে যায় আমাদের লোকারণ্যে ছেড়ে দিয়ে একা


যাদবপুরের একটা ভাবনাচিন্তাহীন বিকেলে জড়ো হয়ে একটা বেশ বাঁধ না মানা বৈঠক—
ছেড়ে যায় ।


আমি আয়নার সামনে পরিপাটি আঁচড়ে নিই চুল।


ভাতের গন্ধে ভরে যায় ঘর
সুন্দরবন গেছিলাম কত বছর আগে? ভুল হয়ে যায়। ভুল।