এই রাতগুলো ঘুম চোর
এই আলসেমি ভোরে
ঘুমঘোরে রোজ একবার করে
খোঁজ হয়ে যায় তোর...


এই দিনভর জ্বর ছেড়ে
আড়মোড়া ভেঙে ঘর ছেড়ে
দুই ক্রোশ হেঁটে আসা ভুঁইফোড়
বৃষ্টির ফোটা ঝড় ঝেড়ে
কাক ভেজা হই বড়জোর


পথজুড়ে রোজ একবার করে
খোঁজ হয়ে যায় তোর...