ধুলো ওড়া পথ খসখসে রোদ
গোধুলির রং মুচে যাওয়া বাকি
রঙচটা দিন - রাত কেটে যায়
দিন পাহারায় স্বপ্ন হারায়
চশমায় কালি জমা চোখ ঢাকি।
ম্লান হওয়া মন করে আনচান
মন খুঁজে পায় চেনা কোনো গান
জীবনের রেল দেয় ক্রমাগত ঝাঁকি
হঠাৎ থামিয়ে ইস্টিশনে
কান পেতে শুনি কেউ ডাকছে নাকি।