তোমার জন্য তুলে রাখি ফুল, কিছু ভুল
পাতা ঝরা ভোর, ঘুম জড়ানো হাসি
মনের চৌকাঠ পেরিয়ে এসে যদি বলো ভালোবাসি।
যদি সন্ধ্যা মালতী খোঁপায় গুঁজে ভাঙাও অভিমান
যদি মধ্যরাতে ফোনের ওপাশে গুণগুণে গাও গান
যদি থাকো পাশে ছায়া হয়ে হয়ে
শিশির মাড়িয়ে পায়ে
যদি থাকো আমার হয়ে, আমারে পাওয়ার অভিপ্রায়ে;
তবে জেনো, প্রতি প্রাতঃ সান্ধ্যে তোমারে কেবল স্মরি
দিলাম জীবন তোমারই জন্য উৎসর্গ করি।