তুমি যখন উল্টো পথের
পথিক হয়ে হয়ে যাও
ভাল্লাগে না কিছুই আমার
জীবনটা হয় ফাও।


আমার মনের মণিকোঠায়
চুপটি করে এসে
মায়ার জালে আটকে রাখো
আমায় ভালোবেসে।


আমার মাঝে বেড়াও খুঁজে
একটুখানি সুখ
তাই বুঝি আজ ঊনিশ বিশে
কেঁদে ভাসাও বুক।


আমিও ঠিক কেমন যেনো..
যাচ্ছি হয়ে বোকা
জিঁদটা তোমার মানতে নারাজ
খানিকটা একরোখা।


সুখ পাখিটার পাইলে দেখা
কেটে দিতাম ডানা
তবেই আলোয় আলোকিত
হতো এ ঘরখানা।