বাংলা আমার সকাল সাঝে
জ্ঞানের অসীম সাগর মাঝে
     উছলে পড়া ঢেউ,
এই ভাষাতেই স্বপ্ন দেখা
গান, কবিতা, গল্প লেখা
    ভুলবোনা তা কেউ।


রফিক,সালাম বরকতেরা
মায়ের কোলে হয়নি ফেরা
    জীবন দিয়েই সুখ,
ফাগুন এলেই সবার প্রাণে
বাংলা ভাষার  মধুর ঘ্রাণে
    পালায় মনের দুখ।


আন্তর্জাতিক  মাতৃভাষায়
নায়ের মাঝি,মজুর চাষায়
    জীবনের গান গায়,
এই ভাষাতেই লিখিয়ে যত
মিটিয়ে  খোরাক অবিরত
    সামনে পা বাড়ায়।


বুকের  তাজা  রক্ত ঢেলে
কফিন হয়ে দামাল ছেলে
    বিজয় নিয়ে আসে,
ভাষার তরে এমন স্মৃতি
বিশ্ব সভায় বাড়ায় প্রীতি
    বাংলা বারো মাসে।