এই শোন না,তোমায় বলি আমি,
'ভালোবাসা' কিন্তু অনে..ক দামি।
সেটা কেমনে মিথ্যে বলো হয়?
তাকেই বোধহয় ধান্দাবাজি কয়।


'ভালোবাসা' ভীষণ মনোরমা---,
নেই তো তাতে একটু দাঁড়ি কমা।
মনের সাথে মিশলে আরেক মন,
দূরের মানুষ হয় সে আপনজন।


মান অভিমান থাকবে কিছু তাতে,
ঝড়ো হাওয়া বইবে আঁধার রাতে।
মাখবে যদি 'ভালোবাসা'র রঙ,
ঝাড়তে হবেই মনের যতো জং।


মিথ্যা আশায় ঘটায়  সর্বনাশা,
কক্ষনো তা নয়তো 'ভালোবাসা'।
আড়াল হলেই পোড়ায় যাতে মন,
বিশ্বাসই তার এক মাত্র মূলধন।