জীবন নদীর এপার আমার
একটু  ছোটা-ছুটি,
ওপার যাবার সঙ্গী খুঁজে
কাঁদে এ চোখ দুটি।


এপার যারা সঙ্গী ছিল
এতটা কাল ঘিরে,
নদীর ওপার যাবার বেলা
একলা বসে তীরে।


এই বুঝি এই সময় হলো
বলছে কালের ঘড়ি,
কেমনে যাব ওপার আমি
নেইতো পারের কড়ি।


এপার আমার কতো স্বজন
ঘোরে সামনে পিছে,
ওপার  যাবার সময় দেখি
সবই  ছিলো মিছে।


এপার আমার বন্ধু কতো
থাকতো চারিপাশ,
ওপার গিয়ে একলা ঘরে
করতে হবে বাস।