.   বয়স  আমার  চৌদ্দ  যখন
    দেখতে তরুণ ,ফুর ফুরে মন
    অষ্টমে ঠিক পড়ি,
    মঞ্চ কাঁপানো যাত্রা পালায়
    গ্ৰাম বাংলার নাট্যশালায়
    কেবল হাতে খড়ি।


    এক রাতে এক মঞ্চ নাটকে
    ফুরফুরে মন এই আমাকে
    পরিয়ে নতুন শাড়ি,
    বল্ল  আমায়- "নায়িকা  নাই"
    কেউই তোকে চিনবেনা ভাই
    নেই তো মুখে দাড়ি।


    বাবলু এসে নায়ক বেশে
    হাতটা রেখে নকল কেশে
    করলো নাটক শুরু,
    কোমল স্বরের হয় যে নারী
    আমার তো ভাই কন্ঠ ভারী
    কাঁপছি দুরু দুরু।


    হঠাৎ  ছাড়ায় চুলের  মুঠি
    শরমে  হই কুটি  কুটি
    এবার কোথায় যাই!
    বল্ল  নায়ক শান্ত  সুরে--
    যে যাই ভাবুক সবাই দূরে
    এই বুকে তোর ঠাঁই।
>.<>.<>.<>.<>.<>.<>.<