এই পৃথিবীর সকল প্রাণী
লক্ষ কোটি যতো জ্ঞানী
"মা" ছাড়া তো হইনি দেখা আলো,
"মা"র কোলেতে মাথা রেখে
কত্ত আদর  সোহাগ  মেখে
বেড়ে ওঠা তোমার আমার বলো।


মেনে নিয়ে হাজার  কষ্ট
নিজের জীবন করেন নষ্ট
"মা" ছাড়া আর কে আছে এই ভবে?
তার আঁচলে জড়িয়ে থাকা
স্নেহের ছায়ায় আগলে রাখা
"মা" র তুলনা "মা"ই জেনো সবে।


সবাই যখন ঘুমের পাড়ায়
স্বপ্ন  এসে  দু'হাত  বাড়ায়
তবুও  দেখো  মায়ের  ছুটি নাই,
সবাই যখন বানায়  বোকা
সকাল সাঝে খেয়ে ধোকা
তার বুকেতেই পাই যে শেষে ঠাঁই।


তাই ভেবেছি আজকে  আমি
"মা"র চেয়ে কেউ নেই যে দামী
যে যাই বলুক আর বাকি সব ফাও,
কেউ যদি চাও বড় হবে-
বেহেস্ত যাওয়ার সুযোগ তবে
সকল কাজে মায়ের দোয়া নাও।