অন্যায়  দেখেও  যে  করেনা  বারণ,
বেঁচে থাকা যেনো তার হয় অকারণ।
কলুষিত সমাজের রুপ দেখি  যতো,
জীবনের ঋণ বুঝি বেড়ে যায় ততো।


অকাতরে  অনাদরে  মরে  যদি কেউ,
বিবেকের  সাগরে কি  উঠবেনা  ঢেউ?
তুমি আমি  ঠিক  হলে  ঠিক হবে  সব,
মিটে  যাবে  সংঘাত  খুশি  তাতে  রব।


নির্বাক  সয়ে  যদি  যাও বেশি  দূর,
জীবনটা হয়ে  যাবে  বেদনা  বিধূর।
একটুও নাই যদি করো ফোঁস ফাঁস,
কে  বলে  মানুষ তুমি  জীবন্ত লাশ।


ঈমানের   রঙে  যদি  না  হও  রঙিন,
জীবন থেকেও তুমি  জীবিত কফিন।
বাটপার - চাটুকারে  ভরেছে এ  দেশ,
ভেবেছো কি এ দশার কবে হবে শেষ?


যে কদিন  বাঁচি তাই চলি ঠিক ঠাক,
জালিমের হাতে প্রাণ যায় যদি যাক।
হিম্মত ছেড়ে কেনো  নত  করো শীর?
বীর বেশে ভেঙে ফেলো বাঁধার প্রাচীর।