আমার পৃথিবী বিষাদগ্রস্ত, সূর্য গিয়েছে নিভে,
গভীর আঁধারে সলিল সমাধি জীবন নিয়েছে কবে।
পাথরে পাথরে প্রাণ খুঁজে খুঁজে মিছে মরি মাথা ঠুকে,
তোমারে লভিতে আমারে ফেলেছি পিছে সময়ের বাঁকে।
তুমি কভু ছিলে, নাকি রয়েছো আজো, হয়নি তো সে খোঁজ,
মনের কোনায় জমেনি কখনো অবিশ্বাসের বোঝ।
আমি তো সদাই রয়েছি হারিয়া দুনিয়াদারির খেলায়,
জেনে তুমি তাও ঠেলেছো সে পথে বারেক আমারে হেলায়।
জঠরে জাগিলে ক্ষুধার আগুন তৃষ্ণা জাগিলে বুকে,
পার্থিব রসে তাহা তো ক্ষণিকে অবহেলে যায় ঢেকে।
আমার এ ক্ষুধার অন্ন কোথায় যে ক্ষুধাতে আমি বসে,
রাত জেগে রই আকাশে চাহিয়া দিন কাটে গোগ্রাসে।
আকাশের বুকে চাঁদ একা ভাসে হাজার তারার মেলা,
যত বড় হোক নক্ষত্রের দেশ নেই তার শশীকলা।
আমার আকাশে সেই শশী কভু হেসেছিল জানি কবে,
আজকে পৃথিবী বিষাদগ্রস্ত সূর্য গিয়েছে নিভে।