পথের ক্লান্তি ভুলে, রোদ ছায়া অবহেলে
যদি তুমি হেঁটে যেতে পারো, তো চলো।
মানুষের ভিড় ঠেলে, যন্ত্রণা পায়ে দলে
যদি তুমি হেঁটে যেতে পারো, তো চলো।


ঠিকানা অনেক আছে, এখনো তোমার কাছে
পায়ে পায়ে পথটুকু চলো
ছাঁচে গড়া জীবনের কোলে, যেতে যদি পারো তুমি ঢলে, তাহলেই বলো।


তুমি চাইলেই পথখানা, বদলাবে না এতো জানা
যদি নিজেকেই বদলাতে পারো, তাহলেই চলো।


কি করে চলবে এ ভিড়ে, পথ কেউ দেবে নাকো ছেড়ে
পারো যদি পায়ে পায়ে দলে, আমাকেই ঠেলে নিচে ফেলে
তাহলেই চলো।

কিছু স্বপ্ন আর কিছু আশা, জীবনের এইটুকু ভাষা
ধরে রেখে পরতে পরতে, পারো যদি নিজেকেই বিমোহিত করতে, তাহলেই এসো।


সবাই তো কাঁটাহীন পথ চায়, নিরাপদ ঠিকানার পিছু ধায়,
পারো যদি এ নিয়ম বদলাতে, তাহলেই এসো।


কোথাও নেই একটুকু আলো, নিজের প্রদীপখানি জ্বালো
ধোঁয়াশার মেঘ ফুঁড়ে যদি, হতে পারো কোন এক নদী


তাহলেই এই পথে চলো


জীবনের গানে সুর তোলো।