মেঘলা আকাশে ভালো নেই চাঁদ-তারা
বলছে বাতাস কানে কানে
বাগানে ফুটেছে ফুল নেই প্রজাপতি
বিরহ জমছে মনে মনে


অভিমানী প্রেম জল হয়ে ঝরে পরে
প্রকৃতি এখন বেসামাল
করোনা-আম্পান নানা বিধি দুর্যোগ
জীবন-যাপন নাজেহাল


চাওয়া-পাওয়া, স্বপ্ন; ইতি সবকিছু
লড়াই একটা বেঁচে থাকা
আঁধার কাটবে জাগবে একদিন
নিশ্চয় ঘুরবে ভাগ্য চাকা