পথেঘাটে আজ সাজ সাজ রব,
একুশ এসেছে ঘরে।
ফুলে ফুলে আজ সাজবে প্রহর,
ভাষা শহীদের তরে।


হলুদ শাড়ি তে সেজেছে সেদিন,
প্রেয়সী বলছি যারে।
ভালোবাসা নিয়ে এসেছিল রানী,
বরণ করেছি তারে।


আজকে প্রিয়ার পায়ের আলতা,
রক্তে হয়েছে আঁকা।
স্বজন হারার বুকেতে পাথর,
ধুলোয় রয়েছে ঢাকা।


ফাগুন বেলায় গাইছে কোকিল ,
আগুন জ্বলছে মুখে।
গাছেরা সজীব নতুন কুঁড়িতে,
মায়ের মনের চোখে।


সেদিনের সেই লাশের গন্ধ,
আজও বাতাসে ভাসে।
হায়েনার দল আবার জেগেছে
শকুনি দানব হাসে।