বিকৃত মস্তিষ্কজীবি মানুষই পারে গভীর রাতে,
ভালোবেসে পাশে থাকা মানুষের কাছে অনধিকার চর্চা করতে।
মুঠোফোন হাতে নিয়ে নরম আঙ্গুল পারে কি-প্যাড স্পর্শ  করতে।
অপর প্রান্ত থেকে মান অভিমানের সীমানা ছাড়িয়ে অভিযোগ,অপবাদ...


-হ্যাঁ, কানে বাজে ঝিঁ ঝিঁ পোঁকার গান,
কলম থেমে যায় রাতে।
-ছুটি নেয় কবিতা,
ইতিমধ্যে সামনে জমাট বাঁধে কাগজের স্তূপ।


অন্ধকার হাহাকার করে মরে নিরবধি,
একাকী বদ্ধ ঘরের খোলা জানালায় আঁকা হয় ছবি।
বড় অশান্ত বাতাস, অস্থির মেঘেদের ছোটাছুটি ,
চাঁদ লুকোচুরি খেলে ভাঙা মনের আঙিনায়।


চাওয়া-পাওয়া প্রশ্ন তুলে জর্জরিত করে স্তব্ধ দেহকে,
নিরবচ্ছিন্ন যন্ত্রণায় বোধহীন ক্ষতবিক্ষত ধ্বংস স্তূপ ।