নীল আকাশে রঙ লেগেছে,
মেঘ’র পেখম তোলা।
সূর্য হাসে ফুল বাগানে,
বাতাসে ফাগুন দোলা।


কোকিল ডাকে বাঁশীর সুরে,
হারানো বেদনা জাগে-
পলাশ হাসে; শিমুল হাসে,
ভালোবাসা অনুরাগে ।


মহুয়া, অশোক, নাগেশ্বর,
কুসুম, গাব, গামারী।
আকড়কাঁটা, রক্তকাঞ্চন,
দেবদারু, হিমঝুরি।


বরন ঢালা; পূজার থালা,
বসুধা সেজেছে আজ।
নব কেতন যত গোপন,
ঋতুর খুলেছে রাজ।


ফুটেছে জবা; খোপায় গাঁদা
বসন্ত আবির মুখে
প্রকৃতি যেন ষোড়শী নারী,
নগর মেতেছে সুখে।


এমন দিনে কেমন করে
ঘরের ভিতর থাকি-
ছড়ায় মাধুরী মনিমালা,
অন্তর উদাস আঁখি।