নিশির মধ্য লগ্নে ঘুম ভেঙ্গে চেয়ে দেখি
পূর্ণিমার চাঁদ আমার বিছানায়।
দুটি তারাও জ্বলছে তার পাশে,
আলোকিত ঘর আধারে-আলো মুর্ছনায়।


নিশ্চুপ বসে ভাবি জীবন কত বিচিত্র
ভালবাসার কত রং রূপরেখা
এইতো সেদিন দুখের সাগরে ভাসছিলাম
আজ অনন্ত সুখের পেয়েছি দেখা।


চন্দ্রময়ীর পূর্নবতি মায়ায় সেজেছে সংসার
হয়েছে সময়ের অস্থিরতা ভেঙ্গে চুরমার
সূর্যের কঠোরতা উত্তপ্ত মনে
জীবন সাজাতে চাঁদেরও দরকার।