রাতকে ঘিরে ধরেছে শীত
একাকিত্বতা মেলে ধরেছে পাখা।
শূন্য বিছানায় অস্থিরতার ভীড়
ভালবাসা-কামনা-বাসনা রেখা।


নষ্ট অতীতের যন্ত্রনা গুলি
উন্মাদনা করে তোলে যৌবন_
উষ্ণতা ভুলিয়ে দেয় সব,
রঙ্গ লালসায় সঙ্গীর প্রয়োজন।


ক্লান্ত হৃদয় উত্তাল হয়
দেহের টানে জাগে দেহ।
স্তনের বাঁকে কমতা খেলে
চোখের দৃষ্টি তোমার মোহ।


পাপ এসেছে ঘিরেছে আমায়
গায়ে কুয়াশার চাদর।
যা হবে হোক অন্ত নিশিতে
চাই যে তোমার আদর।