অসময়ে ভালোবাসা উঁকি দেয় মনে
রিমঝিম বৃষ্টিস্নাত ভোর আয়োজনে
ভাবি;কাছ থাকা মানে পাশে থাকা নয়
দুরে থেকে কাছে, সখি ভালোবাসা কয়
মায়াবী চোখে'র যাদু অবেলায় ডাকে
গোপন সঞ্চারী সুখ ছুঁতে চায় তাকে
রত্ন হয়েছে ছাই স্বপ্ন পরেছে চাপা
দুঃখ বেধেছে জোট স্মৃতি অক্ষরে ছাপা
আর কত কাল; কত নিজেকে আড়াল
লুকোচুরি-ছলনা, মন দিচ্ছে উড়াল
যাযাবর মন মানে না কোন বাঁধন
ডাকাতিয়া চোখ আজ করছে শাসন
ঘুমহীন কত রাত একা গেছে কেটে
পাখি ডাকে আলো আসে ভালোবাসা খোঁজে