আজও ঘুম ছিলনা চোখে,
ঘড়িতে তখন রাত বারটা বাজে।
তাকিয়ে দেখি বিশাল আকাশে,
হেলেছে চাঁদ পূর্বের মাঝে।


যেমনি তুমি  ছিলে হেলে,
জোছনা রাতে আমার বুকে।
তবে আজ আছে মেঘ,
চাঁদ আছে পূর্ণিমা মুখে।


যদি ওবা আধখানা দেহ,
পোকায় খাওয়ার মত।
তোমার উপরে কেহ,
আঁচড়ে করেছে খত।


আজ আর চাইনা, চাইনা_
রক্ত গোলাপের স্বপ্নিল বাসর।
মনেতে শুধু স্মৃতি যন্ত্রণার,
ক্ষোভ-দুঃখ-কষ্টরা বাঁধে ঘর।