আমি তোমাকে ভুলে যেতে চাই
ভুলে যেতে চাই আমার সেই বন্দনা।
যা কিনা অনুভবে জড়ায় ;বাস্তবতায় নাই
তবুও নীরব বেদনার ক্লান্ত হীন আরাধনা।


মুছে ফেলে ;অতীত ভুলে গিয়ে স্মৃতি
জীবন হয়ে যায় প্রাণশূন্য নিথর।
থমকে যাওয়া হাওয়ায় লন্ড-ভণ্ড গতি
ধ্বংসই বাড়ায়;বিচূর্ণ করে মনের ঘর।


তার পরেও জেগে উঠে পিছুটান
জন্ম নেয় ভালবাসার দুর্বলতা।
আবারও আশায় সতেজ করে প্রাণ,
তখনই তোমার উপস্থিতির প্রয়োজনীয়তা।


ভুলতে পারিনা ;ভুলতে পারিনা আমি
সব হারানোর পরেও তোমার ভালবাসা।
নি:স্পাপ ভালবাসা কলঙ্কিত করোনা তুমি,
ফিরিয়ে দিয়োনা করোনা আমায় সর্বনাশা।