এই মেয়ে তুমি বাসবে ভালো?
হঠাৎ করে পোড়া বুকে ছুঁয়েছে আলো।
আঁধার ঘন জীবন পটে জোনাক হাসে
নতুন চাঁদ করে খেলা বাঁকা ঠোঁটে।
ভাবনা ভুলে স্বপ্ন আঁকি নীলাকাশে
বোঁচা নাকে বিন্দু বিন্দু শিশির জোটে।
তিলক ফোঁটা রয়েছে আঁকা বাম কপালে
ইচ্ছে জাগে আপন হতে গোপন রাতে।
চিবুক তুলে লজ্জা ভেঙে চুমু খেতে
ষোড়শী দেহ মোহনি বাঁকে চাই হারাতে।
এই মেয়ে তুমি হবে আগুন ?
অসময়ে বৃষ্টি জল কদম ফাগুন।
জানো তুমি আড় চাহনি করে মাতাল
হাসির রেশে তারা ঝরে বাতাস উথাল
কষ্ট ভোলার মন্ত্র মেয়ে ভালোবাসা।