মুঠোফোনে আসেনি মনোরম কোন বার্তা
অলস দুপুর পেরিয়ে ঘড়িতে এখন গোধূলি
তাড়া নেই; স্বপ্নভঙ্গে দায়গ্রস্ত ফেরারি স্মৃতি
ফেলে আসা শৈশব-ভালোবাসা-দুরন্ত দিবস


ভালোবাসা দিবস পঞ্জিকাতে চোদ্দ ফেব্রুয়ারি।


গত রাতে এসেছে ফাগুন, আগুন বুকে
বাসন্তী শাড়ী হলদে শরীরে দু'খণ্ড অভিমান
খুব মনোরমা সেই কালো তিল; প্রথম প্রণয়
প্রতিনিয়ত হ্যাক হওয়া ফেসবুক, জিমেইল, প্রেমিকা...


চোদ্দ ফেব্রুয়ারি আজ প্রবাসী। তাই-


প্রকৃতির গান বাজে না কানে, ঘুম ভাঙেনি ভোরে
ইচ্ছে করে ফিরে যাই, ফিরে পাই একুশের মেলা
প্রাণ ভরে নেই কদমের ঘ্রাণ; ঝরাপাতা...


মনেপরে বন্ধুর অপবাদ লাইনচ্যুত ট্রেন।
আর মনে পরে এক মুঠো গোলাপ, চুরি হওয়া বই, প্রথম প্রেম।