আকাশের নীলে এখন মেঘেদের আনাগোনা
হৃদয়ের আঙিনায় শূন্যতার মূর্ছনা
একাকীত্বের উষ্ণতা ছাড়ছে না কেন পিছু ?
আবেগী এ বৃষ্টিতে ভিজে যায় সবকিছু ।


সাদা কালো ক্যানভাসে আঁকা মেঘবতী মুখ।
বিন্দু বিন্দু ঘামে জমা অদৃশ্য সব সুখ।
হরিণীর বাঁকা চোখের চাহনি স্বপ্ন বিলাসী-
উন্মাদনাময় মিষ্টি ঠোঁটের দুষ্ট হাসি।


ভাবনা ঢু মারে;ঠুকরে ঠুকরে খায় অন্তর-
আজ হয় কাল, স্মৃতিরা হয় যুগান্তর।
চাওয়া-পাওয়া, সুখ দু:খের আসা যাওয়ায়,
জীবন বড় অস্থির অসহ্য যন্ত্রণায়।


তার পরেও পিছুটান ভালোবাসা আহ্বান।
মেঘবালিকার তিলোত্তমা মুক্তির গান ।