মেঘলার সুপ্ত আলোয় আলোকিত হতে চেয়েছিলাম ,
একা একা হেঁটেছি অনেকটা পথ.....
অপেক্ষার প্রহর কাটিয়ে সেই আলো-ই
দিয়েছে অফুরান ভালোলাগার সন্ধান।


অসময়ে কৃষ্ণচূড়ায় ফুল ফুটেছে,  অবেলায় ডাকছে কোকিল,
সবুজের বুকে সোনালী আঁচড়ে বাতাস দুলছে স্বপ্নিল।
অধরাকে ধরার নেশায় মত্ত প্রতীক্ষার প্রতিটি ক্ষন,
তিলে তিলে জন্ম নেওয়া চাওয়া গুলোকে নীরবে করে অবলোকন।
কালবৈশাখী ঝড়ে লন্ড-ভণ্ড হওয়া উথাল হৃদয় বড় অশান্ত,
কম্পনে কেঁপে ওঠা অস্তিত্বের ভীত, অস্থির চিত্ত হয়েছে ক্ষান্ত।


মেঘলার সুপ্ত আলো …
মেঘবালিকার মুখ, অজানা এক সুখ-
বেদনার বালুচরে খুঁজে ফেরা মরীচিকা,
কাঙ্ক্ষিত কিংবা অতৃপ্ত ভালোবাসা।