মেঘবালিকা সকাল থেকে গোমড়া মুখে বসা।
কাঁদছে দেখো থেমে থেমে মিটছে না তার আশা।
দুপুর গেলো বিকেল গেলো সন্ধ্যা নেমে এলো-
শুভ্র মেঘেরা রঙ বদলে কালচে হয়ে গেলো।


গোধূলিতে মন হারালো রঙ্গধনু সাত রঙ-
আকাশটা আজ বড্ড বেশি করে দেখো ঢঙ।
বৃষ্টি ফোঁটা নিটোল গায়ে অবাধ বিচরণ-
খোলা চুলের নীল শাড়িতে ষোড়শী দেহমন।


আসা-যাওয়া প্রাচীন খেলা স্বপ্নে দোলা খায়।
শরতের বুকে ক্ষোভ জমেছে ধুয়ে মুছে যায়।
আঁধার রাতে জোছনা বাঁকে দেখা যায়না চাঁদ-
রহস্যময় আলোছায়া মেঘবালিকার ফাঁদ।