মনলতা বন্যতা অদৃশ্য আকর্ষী
সাবলীল মুখশ্রী মায়াবী চোখ-
ঠোঁটেঠোঁটে খেলা করে প্রেম
বহতা নদীস্রোত দুলে যায় মনে।
মেঘধনু আঁচড় কাটে সঙ্গোপন
মনরম বনলতা জোছনা স্নানে-
অজানা সুর তোলে উতাল বাতাস,
চাঁদোয়া অশরীরী অবয়ব আকাশ।
বরণ ডালা হাতে অপাবৃত প্রকৃতি,
অসময়ে বৃষ্টি; বুক ভেজা মিনতী।