শুধু অভাব ছিলো একটি লাল টিপ
চড়া কপাল সাদামাঠা পরিপাটি ভ্রু যুগল
ছোট ছোট চোখ কাজল টানা আড় দৃষ্টি
নন্দনা মনোহারী শাড়ি তে নারী প্রেম সৃষ্টি


পাহাড়ি ঝর্না ত্বক ছুঁয়ে আছড়ে পড়েছে চুল
যার ফাঁকে বনলতা দুলছে কানে লম্বা দুল
গাঢ় লাল প্রলেপ আঁকা যেন পুতুল ঠোঁট
মন ভুলানো হাসি রেখায় বিন্দু ঘামে জোট


আধুনিকা সরল সুন্দর যৌবন ফোটা দেহ
সবুজে ঘেরা প্রকৃতি মন্থর পাহাড়িয়া মোহ
দরিয়ানগর ডাকে; ডাকে ঝাউ বন, সমুদ্র জল
স্বপ্ন জমাট বাধা বালু কণা ডাকে; করে ঝলমল