কুসুম কলি,
      তোমায় বলি,
               একটু ফিরে চাও।
রাগটা ভুলি,
        মুখটা তুলি,
               আপন করে নাও।


অনেক হলো,
        এবার ভোল,
               মনের যত ব্যথা।
বাঁধন তোল,
       আমায় বলো,
              গোপন যত কথা।


ভাবনা পাকা,
        খাইবা ধোঁকা,
                তবুও যেন পাই।
একলা একা,
        মানুষ বোকা,
              বন্ধু হতে চাই।


পাখির হাসি,
        চোখের ভাষী,
               বাঁকা ঠোঁটের ভাঁজ।
প্রিয়ার খুশি,
        বাজায় বাঁশি,
                মন মেলানো সাজ।
আকাশ নীলে,
          দু’জন মিলে,
                  দেখব চাঁদ-তারা।
অতীত ভুলে,
        রঙিন ফুলে,
               গড়বো নব্য ধরা।