সুজন ক'জন
চিনতে হলে-
জানতে হবে 'রবি' কে ?


ন'র ঘরে
আমি থাকি।
আসলে ভাই 'বাবু' কে?


প'নামা জীবন পাঠে _
দু'লাল চোখে সমাজ দেখি-
মিথ্যা জটে ব্রিটিশ ব্যবস্থা,
ছাতা-মাথা,যা-তা লিখি।


পদ্ম বুক; গোলাপ এঁকে
ভ্রম চারী সোনা সময়।
পাপান্ধ চিরকাল,
গ্লোবাল এ আর কি হয়!


বি'লিংক লাভ বাঙালিজম
আসল কথা ‘আমি’ টা কি?
গোপন পাপে ফিচার লেখা
গুগল বলে-ডুডল না কি!


আগুন মুখে ধোঁয়া চোখে,
লাল ও লালে মাখামাখি।
অভিষার অন্ধকার,
অভিশপ্ত অচিন পাখি।


যাযাবর নষ্টালজি
তারও আবার ভুলে ভীতি।
ডি জি টা ল বা ঙ লা মদে
পদ্য মাঝে গদ্য রীতি।