পুরনো শকুন ওত পেতে আছে
আকাশ জুড়ে আনাগোনা
নতুন বোতলে সেই পুরাতন মদ
রাজনীতি কেবল দেনাপাওনা।

যে যায় লঙ্কায় সে হয় রাবণ
হনুমান্‌ বৃন্দাবনে আগুন ছড়ায়
ক্ষমতা চিরকাল রক্তপিপাসু
নেতারা কেবল ভগবান হতে চায়

২০.০৬.২৫