অপূর্ব দুই পাহাড়ের বুকচেরা সরু পথে,
নির্লিপ্ত যৌবন স্বাদ খুঁজে ফেরা।
জরাজীর্ণ কূপ শুষ্ক পানিহীন নাভিমূল,
খানিকটা নিচে ধুলো পড়া লতায় ঘেরা ঝর্ণা।
পৌরুষ্য অনুভূতিতে নারীকুঞ্জর সন্ধান-
যার আড়ালে অজানায় হারানোর পথ,
ধ্বংসযজ্ঞ চির অচেনা রহস্যাবৃত।


কাঙ্ক্ষিত আদিমতার সূচনা চোখ থেকে,
ঠোঁটে ঠোঁটে কথা বলা...
লেপটে যাওয়া লিপস্টিক অথবা থেঁতলে যাওয়া টিপ।
আরো গভীর; মসৃণ জমিনে শৈল্পিক তুলির আঁচড়,
সাদা রঙ খয়েরি হয়ে ওঠার গল্প।


পাথর চাপা ভালোবাসায় স্বপ্নিল মোহ_
একটু সুখের আশা, ক্ষণিকের তৃপ্তিসাধন।
মানব জন্মের ইতিহাস পুনরাবৃত্তি,
বিপরীতায়ন আগুনের ঝংকারে কায়া সঙ্গ,
চিরকাল পাপান্ধ।