অভিযোগ আর অভিমানের বেড়াজালে
আজো করেছো অপরাধী।
এবার আমায় মুক্তি দাও হে স্বপ্নময়ী-
টানি বৈসাদৃশ্য সমাধী।


নিশিথির অন্দরে নিরালায় পথচলা
সাক্ষী আকাশ ধ্রুবতারা।
চন্দ্রমুখী ললীতার মেঘাবৃত মুখটা-
কেন অদৃশ্য জলধারা।


দুমুখো শঙ্খার সিকল খুলে দেও আজি
হয় মুক্তি নয় ক্ষমায়।
ভাবনাগ্রস্ত সেই একাকিত্বতার গ্রাস
কেহ বুঝলনা আমায়।