নগরের পিচ ঢালা রাস্তায় সোডিয়ামের আলো।
নিশির অন্ধকার নীল আকাশকে করেছে কালো ।
গন্তব্যহীন হেটে চলে যাযাবর, অজানা সে পথ-
কোথায় ছুটে চলেছে জীবন, কোথায় ছুটেছে রথ।


সময়ের ম্যারাথনে ছুটে সবে, কোথায় এর শেষ?
জানা অজানা হয়ে যায় মাঝে, রয়ে যায় কিছু রেশ।
মেঘেদের দখলে এক ফালি চাঁদ, নিরব জোছনা।
ফুটপাতে বেওয়ারিশ মানুষে ঘুম ,স্বপ্ন বাসনা-


অস্থির চিত্তের খুজে ফেরা সুখ অশান্ত মরিচিকা ।
ভবের মঞ্চে মিছে অভিনয় আসলে ত বড় একা।
যৌবনের প্রয়োজনে অশান্ত কিছুখন খোজে সঙ্গ।
খনিকের আয়োজন ফুরাবে একদিন ভেঙ্গে রঙ্গ।