রাতের আঁধার বাড়ছে সাথে পথের নিরবতা ,
জোছনা আলোয় বলছে কথা চাদেঁর সরলতা।
শ্রাবণ মেঘেরা ভাসায় ভেলা অজানা গতিপথ-
কাটছে সময় করছি হেলা কোথায় চলে রথ!


অধরা সব-ই স্বপ্ন যত; ছিল যত চাওয়া-
শূন্যতা শুধু ঘিরেছে আমায়;না চাইতে পাওয়া।
হে ঈশ্বর কোথায় তুমি? আকাশের বুকে খুঁজি-
আমায় দেখে হয়না তোমার একটু দয়া বুঝি ?


অভিযোগ আজ অনেক বেশি রাগ করেছো তাই !
বুকে অনেক কষ্ট জমা বলো না কারে দেখাই ?
নীরবে কাঁদি প্রায় প্রতিরাতে দেখেনা কেউ জল
জগৎ-সংসার যে যার মত লক্ষ্যে অবিচল ।