রঙ্গিন স্বপ্ন সাদা কালো যাচ্ছে শুধু বনে-
জন্ম আমার কেন হলো খুঁজে বেড়াই মানে ?
চাওয়া ছিলো কত কিছু পাওয়া হলোনা সব -
মাঝে মাঝে থমকে যায় জীবনের কলরব।


দেহ আছে প্রান শূন্য শুধু নিথর বেচেঁ থাকা-
প্রাণবন্ত কষ্টরা সব স্মৃতিপটে আঁকা ।
রঙ্গ পরেছে ক্যানভাসেতে ছিটকে গেছে হাত -
এলোমলো ভাবনা গুলো কাটায় নির্ঘুম রাত।


রাতে পরে দিন আসে আলোর পরেই আধাঁর-
মাঝে মাঝে ঝড় ওঠে, ইচ্ছে হয় যে কাঁদার।
এক আকাশে চাঁদ-সূর্য, মেঘ ভাসায় ভেলা-
বাতাস সাক্ষী নীরবধি কাটায় সাড়া বেলা।