সকাল থেকে কাদঁছে আকাশ,
ঝরছে শুধু জল।
মেঘেরা এসে বলছে আমায় ,
ভিজবি যদি চল।


মেঘের ডাক এড়িয়ে গেলাম,
তবু হলোনা ছাড় ।
ভিজিয়ে সে যে ছাড়লো আমায়,
করলো না ত পার ।


নিথর দেহে জলের ছিটায়,
ভিজিয়ে দিলো মন।
আকাশ আমি সমান ধারায়,
কেদেঁছি কিছুক্ষণ ।


মিটলো স্বাদ ভরেনা হৃদয়,
আরো তোমাকে চাই ।
আসা যাওয়া এ কোন খেলায়,
দেখা দিয়েই নাই !


বিচিত্র এই জীবন দশায়,
হারানো হয় বেশি।
তাইত সুখ তালাক দিয়েছি ,
দুঃখ ভালোবাসি ।