রাতের গভীরে নির্জনতা বাড়ে,
চাঁদের বাড়ে উজ্জলতা।
আধখানা যৌবন পূর্নতা চায়,
জোছনা মূখর মৌনতা।


প্রকৃতির নিয়মে নগ্ন পৃথিবী,
আঁধারে হিসেব সরল।
নিয়তির কারনে রঙ বদলায়,
আলোর মাঝেই গড়ল।


চাওয়া পাওয়ার লেনদেন যত,
বাঁচার জন্যই ছলনা।
অপূর্ণতা কেবল যন্ত্রনা দেয়,
আকাশের মন ভরেনা-


হাহাকার জীবনে বড় পিছুটান
ক্রমাগত করছে গ্রাস।
সময় গিলে খায় ভাবনা গুলো
ভারী হয়ে উঠে নিঃশ্বাস।