চোরের সাক্ষী মাতাল
আর মাগীর সাক্ষী দালাল।
বেশ্যা বৃত্তি এই সমাজে
হর হামেশাই হালাল।


গতর বেচেঁ নিত্য প্রকাশ্যে,
পতিতা তারে কয়।
কেউ আবার অতি গোপন,
তাতে কি আর হয়?


আধুনিকতা সাজ পোষাকে,
দেখায় দেহের ভাঁজ।
দেহ বেচা এই বাজারে
অনেক সহজ কাজ।


কেউবা আবার নষ্ট প্রেমে
পার্কে বিলায় দেহ।
স্বামী সংসার পর করেছে
পরকীয়ার মোহ।


খবরে এখন অনেক হিট
ধর্ষিত হয় নারী।
রেগিং হয় ভার্সিটিতে
যৌন কেলেংকারী।


আমার দেশের অনেক সুনাম
নারীর ক্ষমতায়ণ।
তারপরেও দাবী অাদায়ে
সরব আন্দোলন।


নারী-শিশু আইন আছে,
কোথায় প্রয়োগ হয়?
পুরুষ নির্যাতন ঘরে ঘরে,
মিথ্যা মামলার ভয়।


এখন নাকি মাগী পাড়ায়,
ভীষণ মন্দা ভাব।
ভাগের টাকা হাজীর ঘরে,
সবাই খোঁজে লাভ।


ডিএনসি করে ক্লিনিক চলে,
সে কি বলা যায়!
খানকী মুখে বলা সোজা,
চেনা বড় দায়।


দিতে পারলে ভালো আর,
না দিলে হয় কালো।
আঁধার আজ ঘরে বাহিরে,
কবে জ্বলবে আলো?