ঘুটঘুটে অন্ধকার...
ছিটেফোঁটা আলোর রেশ নেই কোথাও!
ঘরের চার দেওয়ালে বন্দি শুনশান নিরবতা।


আর সেগুন কাঠের খাটে...
সারাদিনের ক্লান্ত পরিশ্রান্ত নিথর দেহ।
ভগ্ন চাঁদের রুগ্ন আলো;বিন্দু,বিন্দু হয়ে খেলা করে,
আন্ধকার সেই কুটীরের নিঝুম টিনের চালে।


তবে, ছুঁতে পারে না কবিকে...
কবি লুটোপুটি খায়;এপাশ-ওপাশ করে নির্ঘুম,
তবুও জেগে থাকা নতুন সূর্যসিড়ির জন্য।
একটি শান্ত সুশীল ভোরের অপেক্ষায়...