শবেদের বাড়ির সামনে দিয়ে হাঁটছিলাম।
পিছন থেকে কে যেন ডেকে উঠলো?
-ভুলেই গিয়েছিলাম এখানে লাশের মিছিল হয়,
গোরস্তানের বারান্দায় অনশন করে ঝলসে যাওয়া মুখ ।


-আবারো নাম ধরে ডেকে উঠলো, হীরা এই হীরা...


-এবার কিছুটা থমকে গিয়ে পিছনে তাকালাম,
আমার পশ্চিমে আলো; পূর্বে অন্ধকার,
মাঝখানে ছায়াদেহ; আমারি মত দেখতে।


জানতে চাইলো কেমন আছি?
নির্বাক হয়ে তাকিয়ে রইলাম কিছুখন...
ছায়াদেহ এবার কিছুটা দরাজ কন্ঠে বলে উঠলো,
আরে আমরা তোর চেয়ে ভালো আছি,একবারই মরেছি।


-তুই তো প্রায়শ্ মরিস আবার বাঁচিস, করিস শুধু অভিনয়।
তবে কেন আঁৎকে উঠলি, তাহলে কি মৃত্যুকে করিস ভয়?


-হা হা হা , মৃত্যু আর ভয় ।
-সেই কবেকার কথা , মনে পড়ে না এখন আর ।
আমি নিত্য হারি,নিত্য মরি
লড়াই করি, হয় পরাজয়।
এ মৃত্যু আমায় দিয়েছে আমৃত্যুর স্বাদ,
অপেক্ষায় আছে চুড়ান্ত বিজয় ।


লাশেদের মিছিলে আজ প্রচন্ড ভীড়, ভারি হয়েছে অপমৃত্যুর দল
মৃতদের শ্লোগানে মুখর গোরস্থান থেকে শশ্মান,
বাংলার প্রতিটি মাঠ-ঘাট, আকাশ-বাতাস, তেপান্তর...