মরণ নেশা মাদক এখন,
সমাজ করছে গ্রাস।
দানব হয়ে কাড়ছে জীবন
বন্ধ করছে শ্বাস।


নেশার টাকা জোগাড় করতে,
বেচেছে সোনার দুল।
বোনের স্বামী দিয়েছে তালাক,
ভাই হারিয়েছে কূল।


নারীর মতো টানছে প্রবল,
যৌবন হচ্ছে ক্ষয়।
মাতাল চোখে ধোয়াসা সবই,
ভুলে যায় পরিচয়।


আপন পর বিভেদ বিহীন,
শুধু টাকা চাই টাকা।
সুখের খোঁজে বিভোর ভোজন,
ধোঁয়ায় জীবন ফাঁকা।