আমাকে আমি খুঁজে ফিরি প্রতিনিয়ত,
নীরব রাস্তায় কিংবা সোডিয়ামের আলোয়।
নয়ত অন্ধকারে নেশার রাজ্যে ডুবে,
অযথাই করি অস্তিত্বহীন মরিচিকার সন্ধান।


কখনো নিশাচর ;কখনো যাযাবর হয়ে,
পথে পথে আমি আমাকেই খুঁজে বেড়াই।
কখনো কখনো তোমাতে নিজেকে বিলিয়ে,
করেছি বেঁচে থাকার মিথ্যা প্রয়াস।


কংক্রিট ভালোবাসার অাদলে হারিয়ে,
দেখেছি প্রায়শ অন্তর আত্মার অপমৃত্যু।
দুর্বিষহ জীবনের গ্লানি;বাস্তবিক কঠোরতা,
আমাকে ক্রমশই করেছে পাথরের চেয়েও শক্ত ইস্পাত।


তবুও একলা পথিক মুসাফির হয়ে খুঁজে বেড়াই,
শুধু খুঁজে বেড়াই জীবনের মানে।
অর্থহীন এর অর্থ।