শত কবির মিলন মেলায় এসেছিলাম,
খুঁজেছিলাম একটি কবিতা।
যে কবিতা কালকে ছাড়িয়ে মহাকাল ছোঁবে,
যে কবিতা রক্তাক্ত বাংলায় শান্তির নিশান উড়াবে।
যার প্রতিটি শব্দমালা তুলবে ঝংকার,
প্রতিটি পংক্তিতে পংক্তিতে করবে হুংকার।


সমাজের সব অনিয়মের নিয়ম ভেঙ্গে
যে কবিতা ধ্বংস লিলায় করবে নৃত্য,
আগ্নিতে মত্ত হয়ে খুঁজে আনবে সুন্দর, সত্য-


সে কবিতার জন্যই বহুকাল অধীর আগ্রহে ছিলাম,
আজ খুঁজে পেয়েছি তাকে সমধারা কবিতা উৎসবে।
দুই বাংলার প্রান্তর থেকে উঠে আসা শত শত মুখে,
হেলাল হাফিজ,আসাদুজ্জাম নূরের কন্ঠে ।