বসন্তের আজ মন খারাপ,
আকাশের মুখ ভারী।
মেঘেদের বুকে মুখ লুকিয়ে,
সূর্য নিয়েছে আঁড়ি।


জ্বলছে আগুন মনের ঘরে,
ভাবনারা দেয় ফাঁকি।
ফুলের কুঁড়িতে ভোমর বসে,
মধুমায়া যায় ডাকি !


খানিক পরেই কাটবে আঁধার,
ফুটবে রোদের হাসি।
বলছে বাতাস গুন গুনিয়ে,
ফাগুন বাজায় বাঁশি ।


সবুজ পাতায় সজীব দেহ,
গাছের শাখায় পাখি।
ব্যালকনিতে ঋতুর রাজা,
বাংলা মেলেছে আঁখি।