পুরানো বছরের সাথে প্রিয়কে বিদায় দিয়ে এলাম,
নতুন বছরে নব্যরূপে আবিস্কার করবো বলে।
তিন‘শ পঁয়ষট্টি দিনের জমা হওয়া কষ্ট গুলোকে,
ভাসিয়ে দিলাম মননদৈন্য চোখের অদৃশ্য জলে।


নব্য সকাল, নব্য রোদ্র, চারদিকে নতুনের কলবে,
গোপনসঞ্চারী দুঃখ বিলাস সুখের জোয়ারে ভাসবে।
কাল আঁধারের রাত্রি পেড়িয়ে সূর্য উঠবে জেগে,
পুরানো সকল হিসেব চুকিয়ে ভোরের আলো আসবে ।


চৈত্রাবলী, চৈত্রের দুপুর, চৈত্রসংক্রান্তি পেড়িয়ে,
এসেছে বৈশাখ, এসেছে সকাল, এসেছে উৎসবাদি।
স্বপ্ন-আশা ভালোবাসায় প্রকৃতির আবেগী হৃদয় ,
সম্প্রদায় মুক্ত নববর্ষ বাংলাকে করেছে সাম্যবাদী।