পূর্নিমার চাঁদে এখন মেঘেদের দখল,
আলোর মাঝে অন্ধকারের মেলা।
রুদ্র বাতাস বয়ে চলে অন্ধের মত,
মায়াবী নিশিতে অসময়ের ভেলা।


ব্যর্থতার গ্লানি নিয়ে আকাশ নিরব,
নিথর দৃশপট বড় বিচিত্র ।
চাতক মন নিশিচর হয়ে ছটফট করে,
অপলক চোখ অপেক্ষায় রত।


ভুল আর ভুল, ভাবনাকে করে গ্রাস,
পাপ পূণ্যের হিসেবে ভারী হয়ে ওঠে নিশ্বাস।
অস্থিরতা চারদিকে;বিভিশিখাময় যন্ত্রনা,
ভালোবাসা অর্থহীন, জীবন মানেই বঞ্চনা।


বেদনার রঙ এক;আজ আর কালে অদ্রোহ ,
প্রকৃতি আর প্রেম মিলেমিশে করছে বিদ্রোহ।