আকাশের নীলে মেঘেরা সরব,
সূর্য লজ্জায় লুকিয়েছে মুখ।
কতদিন হলো পৃথিবী কাঁদেনা,
তুর্য বাতাসে আধো আলো সুখ।


ডায়েরী পাতায় ধুলোর প্রলেপ,
রুদ্র হৃদয়ে খড়ার প্রভাব।
চাতক পৃথিবী;স্রষ্টার আলেপ,
তৃষিত নয়নে জলের অভাব।


কাঙ্খিত বরষায় ভিজবে দেহ,
কৃষ্ণচূড়া-কদম অপেক্ষায়।
চুপসে ডানায় পাখির ঝাপটা,
বজ্রাহত প্রণয়ী প্রতিক্ষায়।