দিনেতে আল্লাহ্ ঘুমায়, রাত্রিতে জাগে
নির্জনে মুর্শিদ সদা, বসে হৃদ মাঝে।
নিরবে আমল করো, মুক্তি যদি চাও।
নিরাকারে আকার খোঁজো, দেখো কি যে পাও!


মন্দিরে ঘন্টা বাঁজে, মসজিদে আজান
গির্জাতে যিশু আছে, গৌতম গায় গান
'যত মত তত পথ' শ্রীরাম দেয় বাণী
যে নামে ডাকি খোদা সে নামেই তুমি


মানুষের আদি-অন্ত কলবে জিকির তুলি,
'লা ইলাহা ইল্লাহ্' শুধু একটাই বুলি।
তুমি মহান; তুমি দয়া, রহিমুর রাহিম,
তুমি রিজিক; তুমি ভান্ডার, তুমিই অসীম।


গ্রহণ করো আমায় জীবিত স্বত্বায়।
মরণে সুখ খুঁজে, জীবন কেটে যায়।
হেলে-খেলে বেলা গেল, বয়স কেবল বাড়ে।
উল্টা পথে;উল্টা রথে, দেহ যায় যেঁ ঝড়ে।


দেখা দেও;কথা কও, মনের মাঝে সাই।
বিপদে পরলেই ডাকি, তবুও তোমায় পাই।